মাহির আবেগঘন পোস্ট: যা বললেন স্বামী
প্রকাশিত : ২১ অক্টোবর ২০২১
সিনেমায় গল্পের প্রয়োজনে কখনো তিনি খুবই সাধারণ তরুণী আবার কখনো গর্জে উঠেন বন্ধুক হাতে। সব কিছু ছাড়িয় বাস্তব জীবনে মাহি খুবই সাধারণ ও আবেগপ্রবণ মানুষ। পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মাহি বিয়ে করেছেন তার দীর্ঘদিনের বন্ধু গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে।
এর পর থেকে স্বামীকে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে যাচ্ছেন একের পর এক স্ট্যাটাস। বুধবার (২০ অক্টোবর) মাহি তার ফেসবুকে একটি পোস্ট করে তাতে লিখেছেন, ‘প্রিয়তম আসো, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ রাখো। তোমার এয়ারপড বের করো। উহু! দুটোই তোমাকে কানে দিতে বলেছি? একটা আমার কানে দাও। হুম…পারফেক্ট। এবার ‘আগুনের দিন শেষ হবে একদিন’ গানটা প্লে করো।’
মাহি যে খুবই রোমান্টিক তার দেওয়া স্ট্যাটাস দেখলেই বুঝা যাচ্ছে। নায়িকা আরও লিখেছেন, ‘ধরে নাও রাত তিনটা বাজে এখন, আমরা সেন্টমার্টিনে আছি। এখন আমরা সমুদ্রের ওপর দিয়ে দুজন হাত ধরে হাঁটব যেন ঘাসের ওপর দিয়ে হাঁটছি। একটু পরেই মাঝ সমুদ্রের ওপর শুয়ে আকাশের তারা একটা একটা করে গুনে ফেলব।’
মাহি তার স্বামী রাকিবকে ভালোবেসে আবদার করে লিখেছেন, ‘আচ্ছা প্রিয়তম, সবাই সবাইকে যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপে টেক্সট করে লাভ ইউ, মিস ইউ অথবা খেয়েছো? ঘুমিয়েছো? কত কী! তুমি এগুলো আমাকে চিঠিতে লিখতে পারো না? এত এত ডিজিটালের মাঝে আমি তো সেকেলে চিঠিওয়ালা প্রেমটাই খুঁজেছিলাম।’
মাহির এসব রোমান্টিক পোস্টে কমেন্ট করতে ভুলেননি তার স্বামী রাকিব সরকার। মাহির সকল পোস্টেই দিয়েছেন তার কমেন্ট। তবে এবার কমেন্টে দিয়েছেন একটি ছবি। ছবিতে দেখা যায়, কোনো সমুদ্র বা নদীর কিনারে একে-অপরকে জড়িয়ে বসে আছেন তারা। রাকিব বাস্তবে মাহিকে নিয়ে এখন সমুদ্রে না গেলেও কমেন্টে সমুদ্রে যাওয়ার রূপ বাস্তবায়ন করতে চেয়েছেন।