সাইনবোর্ড এলাকায় শাপলা আবাসিক হােটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার-৮

প্রকাশিত : ১৭ মার্চ ২০২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় শাপলা আবাসিক হােটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের মধ্যে ছয় জন পুরুষ ও দুই জন নারী রয়েছেন। সোমবার ১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সামাদ বানু মার্কেটের শাপলা আবাসিক হােটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এইসময় পালিয়ে যায় হােটেল ম্যানেজার ঝালকাঠির কেরামত আলীর ছেলে হুমায়ুন (৪২)। এর আগেও শাপলা আবাসিক হােটেলে একাধিক অভিযান চালানো হয়েছে। নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ ডিবির এসআই খোকন চন্দ্র সরকার বলেন, অসামাজিক কাজ চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সোনারগায়ের ইসমাঈল ভূইয়ার ছেলে আনােয়ার হােসেন রাজু (৫৫), মৃত আব্দুল হাইয়ের ছেলে আমজাদ হোসেন (৩২), ঝালকাঠি জেলার মৃত আ. সােবহান আলীর ছেলে মো. সানি (৩০), নীলফামারীর মৃত আব্দুল আজিজের ছেলে রস্তম আলী (২৫), ফতুল্লার ডালডা মিল এলাকার আব্দুল মান্নানের ছেলে আরিয়ান আহাম্মেদ আয়ান (২৮), কুমিল্লার ফাহেম মিয়ার ছেলে মো. বাদশা মিয়া (৩০), মুন্সীগঞ্জের মৃত আজিমের মেয়ে মােসা. সােনিয়া (২০) ও ব্রাহ্মনবাড়িয়ার মো. হাবিবের মেয়ে মােসা. তামান্না (২১)।

 

আপনার মতামত লিখুন :