কাশিপুর মেম্বারপ্রাথী নাজমুলের নির্বাচনী সালাম
প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২১
মোঃ পন্ডিত হোসেন, নারায়ণগঞ্জঃ আসন্ন কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে। এ নির্বাচনে ঘিরে ১ নং ওয়ার্ডের মেম্বারপ্রার্থী নাজমুল হাসান নির্বাচনী সালাম ও দোয়া কামনা করেন।তিনি বলেন, আমি নির্বাচনে জয়যুক্ত হলে এ ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ডে পরিনত করব।অপরাধ দমনে ওয়ার্ডে সিসি ক্যামেরা আওতাধীন করবো।
পানির সমস্যা সমাধানে প্রতিটি পাড়া মহল্লায় ডিপ টিউবওয়েল ব্যবস্হা করব। ছেলেদের খেলার জন্য ইউনিয়ন পরিষদের পিছনের মাঠকে খেলার মাঠে রুপান্তর করব। অলি গলি অন্ধকার দুর করতে সোলার লাইট স্হাপন করব। সঠিকভাবে বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ভাতা দেওয়া হবে। তার নির্বাচনী এলাকাগুলো হল আদমবাড়ি, সরদারগল্লি, বড় মস্ জিদ, মধ্য কাশিপুর, সম্রাট হল।