কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতির মৎস্য আড়তে অগ্নিকান্ড
প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দিদারুউদ্দিন আহম্মেদ মাসুম’র ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আশে পাশের ব্যবসায়িরা আতংকিত হয়ে পরে।
বুধবার দুপুর ১২ টায় দিকে পৌর শহরের ইমন মৎস্য আড়ৎ ভবনের দ্বিতীয় তলায় বিদ্যুৎ শর্ট সার্কিটে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অতিরিক্ত ধোঁয়ার কারনে প্রথমে ফায়ার সার্ভিস কর্মীদের কাজে কিছুটা বিগ্ন ঘটে। প্রায় ঘন্টা ব্যাপী প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তেমন ক্ষতি না হলেও বড় ধরনে দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.ইলিয়াছুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৫০ হাজার টাকার মালামাল ক্ষতি হয়। এছাড়া ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।