গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০৭ জন রোগী ভর্তি
প্রকাশিত : ১১ অক্টোবর ২০২১
দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০৭ জন রোগী ভর্তি হয়েছেন। সোমবার (১১ অক্টোবর) বিকেলে নিয়মিত এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়। স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৩৫ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৭৫৮ জন ও ঢাকার বাইরে ১৭৭ জন রোগী ভর্তি আছেন।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২০৭ জন। এর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই ১৬২ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৫ জন।
চলতি বছর ১১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০ হাজার ৩৩৬ জন। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৩২৩ জন। এদিকে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুতে ৭৮ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়।