কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ ১
প্রকাশিত : ১০ অক্টোবর ২০২১
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাইফুল আসাদ (১৮) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। রোববার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে হোটেল ‘জলতরঙ্গ’ পয়েন্টে গোসল করার সময় তিনি নিখোঁজ হন। ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ সাইফুল আসাদ কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার মোহাম্মদ নাসিরের ছেলে। মহিউদ্দিন আহমদ জানান, ‘২০জনের একটি দল রোববার সকালে চকরিয়া থেকে কক্সবাজার ভ্রমণে আসেন। সকাল থেকে হিমছড়ি থেকে শুরু করে নানা দর্শনীয় স্থান ভ্রমণ শেষে দুপুরে ৬ জন ‘জলতরঙ্গ’ সৈকত পয়েন্টে সমুদ্রে গোসল করতে নামেন।
এ সময় পানির স্রোতে সাইফুল আসাদ ভেসে যান। তিনি আরো জানান, খবর পেয়ে স্থানীয় লাইফগার্ড কর্মীরা সৈকতের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু, এখনো তাঁর খোঁজ পাওয়া যায়নি। ট্যুরিস্ট পুলিশ ও লাইভগার্ড সমুদ্রে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।