বগুড়া জেলার শ্রেষ্ঠ এএসআই ধুনট থানার ফজলুল হক
প্রকাশিত : ১০ অক্টোবর ২০২১
বগুড়া জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন ধুনট থানার এএসআই ফজলুল হক। গতকাল শনিবার বগুড়া পুলিশ লাইন অডিটোরিয়ামে জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভায় তাকে সম্মাননা স্মারক প্রদান করেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।
এসময় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) রাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার সহ আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় গত সেপ্টেম্বর মাসের ভাল কাজের স্বীকৃতি স্বরূপ বগুড়া জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন ধুনট থানার এএসআই ফজলুল হক।