আমতলীতে বাল্যবিয়ে, বর জহিরুলকে তিন মাসের কারাদন্ড!

প্রকাশিত : ১০ অক্টোবর ২০২১
ছবি : সংগৃহীত

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলীতে বাল্যবিয়ের অপরাধে বর মোঃ জহিরুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম। শুক্রবার রাতে উপজেলার চরকগাছিয়া গ্রামে কনের বাড়িতে উপস্থিত হয়ে তিনি এ দন্ড প্রদান করেন। আজ (শনিবার) আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

স্থাণীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামের তোফাজ্জেল আকনের মাদ্রাসা পড়–য়া নবম শ্রেণীর শিক্ষার্থী কন্যা কুলসুম আক্তারকে পার্শ্ববর্তী তালতলী উপজেলার ছোটবগী গ্রামের বারেক হাওলাদারের পুত্র জহিরুল ইসলামের সাথে বিয়ের আয়োজন করে কনের পরিবার। বাল্যবিয়ের খবর পেয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ নাজমুল ইসলাম কনের বাড়িতে উপস্থিত হন । এ সময় কনে পক্ষের লোকজন পালিয়ে গেলেও বর মোঃ জহিরুল ইসলামকে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে বিচারক বরকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার মুঠোফোনে বলেন, পুলিশ আজ (শনিবার) দুপুরে কারাদন্ডপ্রাপ্ত বরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

আপনার মতামত লিখুন :