এস কে সিনহার বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশিত : ৭ অক্টোবর ২০২১
রাজউকের প্লট জালিয়াতির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মামলা করেছে দুদক। আজ বৃহস্পতিবার এসকে সিনহার বিরুদ্ধ এই মামলা করা হয়। রাজউক থেকে উত্তরা আবাসিক এলাকায় একটি প্লট বরাদ্দ পেলেও পূর্বাচল প্রকল্পে আরো একটি তিন কাঠার প্লট নেন এসকে সিনহা। পরে সেই তিন কাঠাকে পাঁচ কাঠার প্লটে উন্নীত করেন। যা কোনভাবেই বৈধ উপায়ে।
এছাড়া, অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার রায় ২১শে অক্টোবর দিন ধার্য করেছে আদালত। ২০১৭ সালের অক্টোবরে ছুটিতে যান বিচারপতি সিনহা। ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগ পাওয়ার কথা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়। এদিকে, এসকে সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলা করায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক।