গলাচিপায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত : ৬ অক্টোবর ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে নারীদের নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গলাচিপা উপজেলার তথ্যসেবা অফিসারের আয়োজনে উপজেলার আমখোলা ইউনিয়নের মুশুরীকাঠী গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

গলাচিপা উপজেলা তথ্যসেবা অফিসার মোসাঃ ইসমাতারার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মনিরুল ইসলাম। এ সময়ে প্রধান অতিথি নরীদের উঠান বৈঠকে বলেন, সমাজে নারীর ক্ষমতায়নে ভুমিকা, বাল্য বিবাহের কুফল এবং বাল্য বিবাহ প্রতিরোধ, কৈশোরকালীন ঝুকি, অভিবাবকদের দ্বায়িত্ব এবং কর্তব্য, মাদকের কুফল এবং প্রতিরোধ, গর্ভবতী মায়েদের যতœসহ বাল্য বিবাহ প্রতিরোধে নানা বিষয়ে বক্তব্য রাখেন।

 

আপনার মতামত লিখুন :