গলাচিপায় সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষিকা আর নেই
প্রকাশিত : ৬ অক্টোবর ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৭ নং ওয়ার্ড নিবাসী গলাচিপা সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষিকা ও শুভসংঘ গলাচিপা সরকারী কলেজ শাখার উপদেষ্টা নাসরিন সুলতানা মালা গত মঙ্গল বার সকাল ৫ টা ৩০ মিনিটে নিজ চিকিৎসারত অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহির রাজিউন) মৃত্যুকালে বয়স হয়েছিল আনুমানিক ৪৮ বছর। তিনি স্বামী সন্তানসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে,গলাচিপা সরকারী কলেজের অধ্যক্ষ ফোরকান কবির, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজি মজিবর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা মামুন আজাদ, বনিক সমিতির সাধারন সম্পাদক তাপস দত্ত, কালীবাড়ি কমিটির সভাপতি দিলিপ বনিক, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান রির্চাট, গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রুবেলসহ গলাচিপার গন্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেন।