করোনাভাইরাস থেকে সন্তানকে নিরাপদে রাখার উপায়
প্রকাশিত : ১৬ মার্চ ২০২০
করোনোভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য গবেষক ও ডাক্তাররা প্রতিদিনই পরামর্শ দিয়ে আসছেন। বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়া এই মারাত্মক ভাইরাসটি থেকে নিজের সন্তানদের নিরাপদে রাখার ব্যাপারে সব বাবা-মায়েরাই কম বেশি চিন্তিত এখন।
গবেষকরা এখনো নিশ্চিতভাবে বলতে পারছেন না কোভিড-১৯ ভাইরাসটি শিশুদের বেশি ক্ষতি করতে পারে কি না। এ পর্যন্ত সব আক্রান্তদের বিবেচনায় বয়স্কদের তুলনায় শিশুদের এই ভাইরাসে কম আক্রান্ত হতেই দেখা যাচ্ছে। যেসব শিশু আক্রান্ত হয়েছে, তাদের খুব বেশি ক্ষতি হয়নি বা তারা মারা যায়নি।
তবে সাবধানতা সব সময়ই জরুরি। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর তথ্যানুযায়ী, শিশুদের রক্ষা করতে কিছু উপায় অবলম্বন করতে পারেন আপনি।
* আপনার শিশু সন্তানকে শেখান কিভাবে সাবান ও পানি দিয়ে হাত পরিষ্কার করতে হয়।
* কোনো ব্যক্তি কাশি বা হাঁচি দিলে, তার কাছ থেকে আপনার শিশুকে দূরে থাকতে বলুন।
* ঘরে থাকা শিশুর সব খেলনাগুলো প্রতিদিন পরিষ্কার করুন।
* শিশুর আঙুলের নখ বড় হলেই কেটে দিন। কারণ তার নখের মধ্যে বিভিন্ন ভাইরাস বাসা বাঁধতে পারে।
* শিশুরা যেন তাদের মুখে হাত না দেয়, তা শেখান।
* যেসব এলাকায় অসুস্থ বা সংক্রমিত লোকের বসবাস এমনকি বিভিন্ন হাসপাতালে শিশুকে সাথে নিয়ে যাবেন না।
* শিশুকে শেখান সে যেন কাশি বা হাঁচি এলে মুখে টিস্যু চেপে ধরে।
* আপনার শিশু যেন পর্যাপ্ত ঘুমায়, তা নিশ্চিত করুন।
* করোনাভাইরাস সংক্রান্ত খবরের কথা শিশুকে জানান।
* আপনার শিশু যেন সব ভ্যাকসিন নেয়, তা নিশ্চিত করুন।
* গবেষক ও ডাক্তাররা করোনাভাইরাস জনিত রোগ সারিয়ে সবাইকে নিরাপদে রাখার চেষ্টা করছে, এ কথা জানান শিশুকে।
* আপনার শিশুকে সব সময় পরিষ্কার থেকে সংক্রমণ এড়িয়ে চলতে শেখান।
* টিভি ও সোশ্যাল মিডিয়ায় করোনাভাইরাস নিয়ে কোনো আতঙ্কজনক খবর আপনার সন্তানকে দেখাবেন না।
* করোনা ভাইরাস নিয়ে কোনো গুজবে যেন শিশু বিচলিত না হয়, তা নিশ্চিত করুন।