বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি

প্রকাশিত : ৫ অক্টোবর ২০২১

আজ ৫ অক্টোবর ২০২১ইং রোজ মঙ্গলবার বিকাল ৪.০০টায় জিপিও সম্মেলন কক্ষ, ঢাকায় বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি’র উদ্যোগে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষ্যে “সংকটে নেতৃত্বদাতা, ভবিষ্যতের রূপদর্শী শিক্ষক” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি’র চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরীফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. মোস্তাফিজুর রহমান (আকাশ), বিশিষ্ট চিকিৎসা বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আখতার, গিল্ড হল্ড কলেজ লন্ডনের প্রতিষ্ঠাতা শাহাদাত খান, দিনাজপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাহিদ পারভীন মুক্তি, গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি সারফুদ্দিন আহমেদ শিপু, এক্সিম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহ আব্দুল বারী, উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ও সহকারী অধ্যাপক মুফতি মো. বদিউল আলম সরকার, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. আব্দুল লতিফ, মেট্রো নার্সিং কলেজের ব্যবস্থাপনা পরিচালক এ.এস.এম ইমরুল সাহেদ, অপরাধ বিচিত্রার সম্পাদক এস.এম মোর্শেদ, মো. আব্দুল জলিল মাস্টার, মো. তাজুল ইসলাম, মো. সালদার রহমান প্রমুখ।

আপনার মতামত লিখুন :