নওগাঁয় শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে
প্রকাশিত : ৪ অক্টোবর ২০২১
রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শিহাব রায়হান।
বাংলাদেশ শিশু একাডেমী নওগাঁ শাখার শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জহেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, জেলা শিশু একাডেমীর কার্য নির্বাহী সদস্য সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম সামদানী এবং জেলা শিশু একাডেমীর কার্য নির্বাহী সদস্য সাংবাদিক মোঃ কায়েস উদ্দীন।
পরে সেখানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে সাতদিন ব্যপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।