কাজীগঞ্জ বাজার থেকে মার্কুলী সড়ক যেন মরণ ফাঁদ

প্রকাশিত : ৪ অক্টোবর ২০২১

ফরিদ আহমদ শিকদার, হবিগঞ্জ প্রতিনিধি:  হবিগঞ্জ জেলার অতি সুপরিচিত এবং বাণিজ্যিক সড়ক হিসেবে নবীগঞ্জ উপজেলার কাজির বাজার হইতে মার্কুলী পর্যন্ত বলা হয়ে থাকে। দীর্ঘদিন যাবৎ উক্ত সড়কের ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। সারা সড়কেই খানা খন্দে পানি ভরে যাওয়ায় যান চলাচল ব্যহত হচ্ছে। ঘটছে প্রতি নিয়তই দূর্ঘটনা ঘটে। রাস্তাটি বর্তমানে বেহাল অবস্থা হলেও সংস্কারের উদ্যোগ নেই কারো।

দেখা যায়, কাজিরগঞ্জ সংলগ্ন, ফার্মবাজার, নতুন বাজার সহ সব রাস্তার বেহাল দশা একটু বৃষ্টিতে ভাঙ্গা খাদ গুলো ভরে যায়, তাতে করে যানবাহন চলাচলে চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এদিকে নবীগঞ্জ উপজেলার কাজির বাজার হইতে মার্কুলী ২৪ কিলো মিটার রাস্তায় পর পর গর্তে পরিণিত হয়েছে। অত্র উপজেলায় স্কুল কলেজ মাদ্রাসা সহ ছোট বড় অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে সময় মত পৌঁছাতে পারেন না ছাত্র/ছাত্রী রাস্তার এই অবস্থার কারণে। যার ফলে যানজট লেগেই থাকে প্রায় সময় ।

এ রাস্তায় জনগনের ভোগান্তির শেষ নেই, মুমুর্ষ ও প্রসুতি রুগীদের হাসপাতালে বা ডাক্তার দেখাতে আসা-যাওয়ার জন্য খুবই অসুবিধা হচ্ছে। এই রাস্তা দিয়ে মার্কুলী নবীগঞ্জ সহ বিভিন্ন জেলার বাস ট্রাক এই পথ দিয়ে দিন-রাত অবাদে চলাচল করে। অচিরেই সড়কটি মেরামত করে জনগনের কস্ট লাগব করতে কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর।

 

আপনার মতামত লিখুন :