পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সেবা প্রদানের লক্ষ্যে কুয়াকাটায় মতবিনিময় সভা
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সেবা প্রদানের লক্ষ্যে পর্যটক স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ট্যুরিস্ট গাইড, শুটকি ব্যবসায়ী, মটোর শ্রমিক, ক্যামেরাম্যানসহ পর্যটন ব্যবসার সাথে জড়িত সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। বৃহস্পতিবার দুপুরে কুয়াকাটা পৌরভবন মিলনায়তনে ট্যুরিস্ট পুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন সহকারী পুলিশ সুপার মো.আব্দুল খালেক সভাপতিত্বে বক্তব্য রাখেন কুয়াকাটা পৌরসভা মেয়র মো.আনোয়ার হাওলাদার, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মো.নাসির উদ্দিন বিপ্লব, টুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক’র সভাপতি রুমান ইমতিয়াজ তুষার প্রমুখ।
বক্তারা পর্যটক সমাগমের সম্ভাবনাকে সামনে রেখে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, শুদ্ধাচরণ ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সভায় আলোচনা করা হয়।