গলাচিপায় প্রশাসনিক ভবন উদ্বোধন
প্রকাশিত : ১৬ মার্চ ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় একেএম মঞ্জুরুল আহসান খান প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া আদর্শ কৃষি ও কারিগরি মহা বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক তপন বিশ^াস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মস্তফা, পাতাবুনিয়া আদর্শ কৃষি ও কারিগরি মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মহসিন উদ্দিন, বকুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু জাফর খান, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, উপজেলা যুবলীগের আহŸায়ক মু. আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহম্মেদ আসিফ প্রমুখ।