কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) আয়োজনে কলাপাড়া প্রেসক্লাব চত্ত¡রে এ মানববন্ধনের আয়োজন করে। প্রায় ঘন্টা ব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পদক এস এম মোশারেফ হোসেন মিন্টু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন কলাপাড়া আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু ও সাংবাদিক নেছার উদ্দিন আহমেদ টিপু প্রমুখ।
বক্তারা আন্ধারমানিক, সোনাতলা, খাপড়াভাঙ্গা ও আড়পাঙ্গাশিয়াসহ দেশের নদীর দখল দূষন বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহŸান জানান।