বরগুনার বিষখালী নদীতে ধরা পড়ল ২৫ কেজির পাঙ্গাস

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২১

বরগুনার বিষখালী নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজির বিশালাকৃতির একটি পাঙ্গাস মাছ। মাছটি দেখতে বরগুনা মাছ বাজারে উৎসুক জনতার উপচে পড়া ভীর দেখা গেছে । এর আগে এত বড় পাঙ্গাস এই অঞ্চলে পাওয়া যায়নি। মৎস্য বিভাগ বলছে মৎস্য সম্পদ বৃদ্ধিতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। জানা যায়, বরগুনার সদর উপজেলার মোল্লার হোরা গ্রামের জেলে জয়নার ফরাজীর জালে শনিবার (২৫ সেপ্টেম্বর) বিষখালী নদীতে বিশালাকৃতির একটি নদীর পাঙ্গাস মাছ ধরা পড়ে।

পরে দুপুরে মাছটিকে আবুল কালাম আজাদের আড়তে নিয়ে আসা হয়। আড়ৎ থেকে মৎস বয়বসায়ী দেলোয়ার প্যাদা মাছটি ২০ হাজার টটাকায় কিনে নেয়। এরপর ওই ব্যাবসায়ী প্রতি কেজি ১৫’শ টাকা দরে ৩৭ হাজার টাকায় বিক্রি করবেন। মৎস্য ব্যবসায়ী দেলোয়ার প্যাদা বলেন, বিগত বছরগুলোর চেয়ে এবছরের পাঙ্গাশের সাইজ অনেকটাই বড়। তবে এত বড় পাঙ্গাশ গত ৩০ বছরে এই অঞ্চলে পাওয়া যায়নি। নদীর পাঙ্গাশ হওয়ার ভালো স্বাদ পাওয়া যাবে। খবর শুনে শহরের বিভিন্ন যায়গা থেকে ক্রেতারা আসছে। অনেকে আবার ছবি তুলে নিয়ে যাচ্ছে।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, নদীতে অবৈধ জাল বন্ধের কারণে মাছের অবাধে চলাফেরা করতে পারছে। যে কারণে মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে।তাছাড়াও মাছের প্রজননের সময় সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কারণে মৎস্য সম্পদ বৃদ্ধি পেয়েছে। এর ফলে সুফল পাচ্ছে জেলেরা।

 

আপনার মতামত লিখুন :