বেনাপোলে ট্রাক কেড়ে নিল হেলপার রওশনের প্রাণ
প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২১
মো. রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার:
যশোরের বেনাপোল বাইপাস সড়কের পৌর ট্রাক টার্মিনালের সামনে বাংলাদেশি ট্রাকের ধাক্কায় রওশন আলী (২৫) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেট্রো ন ১৩-৬১৩৩ ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হন। নিহত রওশন আলী কুমিল্লা জেলার সিরাজচর গ্রামের আব্দুল আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার জানান, বেনাপোলে ট্রাকের ধাক্কায় রওশন আলী নামে একজন আহত হয়। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।