মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেল সহ আটক-২
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২১
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার মডেল থানা পুলিশের অভিযানে শহরের জুগিডহর এলাকা থেকে মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- কমলগঞ্জ উপজেলার বৃন্দাবনপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র সোয়াইব (২৫) ও মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের আব্দুল হামিদ এর পুত্র ফায়েদ আহমেদ (২৩)।
মৌলভীবাজার মডেল থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিতিত্তে গত সোমবার ফায়েদ আহমদকে গ্রেপ্তার করলে তার স্বীক্ষার উক্তি মোতাবেক শহরের জুগিডহর এলাকা থেকে চোরইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তার সহযোগী সোয়াইবকে কমলগঞ্জ উপজেলা থেকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকা, মানিককগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন জেলায় তাদের একটি সিন্ডিকেট রয়েছে। সিন্ডিকেট চক্রদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।