গলাচিপা উপজেলা আ’লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা
প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২১
সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি। গলাচিপা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটোর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।
পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা বিশেষ অতিথি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আ.মান্নান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট উজ্জল বোস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.শাহীন শাহ, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা মু.মামুন আজাদ,পৌর মেয়র আহসানুল হক তুহিনসহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।