সাপাহারে আইহাই ইউনিয়ন আ’লীগের প্রয়াত নেতা-কর্মীদের স্মরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২১
smart

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে আইহাই ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রয়াত মাহবুব রহমানসহ মৃত্যু বরণকারী সকল নেতা-কর্মীদের স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৫ টায় আইহাই ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আশড়ন্দ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আইহাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাদেকুল ইসলামের সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নিহতদের স্মৃতিচারণ করে তাদের স্মরণে শোক প্রস্তাব রাখেন আইহাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোকতার হোসেন জুয়েল। পরে নিহতদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আইহাই ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য মবিনুর রহমান, আইহাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিয়ারুজ্জামান টিটু, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মীরা।

আপনার মতামত লিখুন :