১৭ জন আইনজীবীর মৃত্যুতে দশমিনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২১
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ১৭জন আইনজীবীর মৃত্যুতে দশমিনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দশমিনা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবি সমিতি ভবনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়ার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা সহকর্মীদের স্মৃতিচারণ করেন। আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সিকদার গোলাম মোস্তফা সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাড. উত্তম কুমার কর্মকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী এ্যাড. খোরর্শেদ আলম, এ্যাড. গাজী শহিদুল ইসলাম, এ্যাড. এনামুল হক রতন প্রমূখ। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়ায় মৃত সদস্যদের রূহের মাগফেরাত ও পরিবারের জীবিত সকল সদস্যদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করা হয়।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রূহের মাগফেরাত কামনা করা হয়। এসময় মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও দোয়া প্রার্থনা করা হয়। এতে আইনজীবি সমিতির সকল সদস্যগন উপস্থিত ছিলেণ।