সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করণ
প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২১
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলা চত্বর জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এর মধ্য দিয়ে ২৭ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। রোববার সকাল ১০ টায় দিকে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যেগে উপজেলা মৎস্য অফিসার রোজিনা পারভীন পোনামাছ অবমুক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা প্রমূখ। ২০২১-২২ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে এ পোনামাছ অবমুক্তকরণ করা হয়। শেষে ২৭ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ের প্রধানদের মাঝে পোনামাছ বিতরণ করা হয়।