হবিগঞ্জে পাসপোর্ট অফিসে অভিযানে দালালদের আটক করে জেল
প্রকাশিত : ৬ সেপ্টেম্বর ২০২১
ফরিদ আহমদ শিকদার (হবিগঞ্জ প্রতিনিধি): হবিগঞ্জ পাসপোর্ট অফিসের দূর্নীতি চলে আসছে বেশ দিন ধরে।অভিযোগ আছে দালাল ছাড়া কোন পাসপোর্ট ডেলিভারি হয়না।নিয়ম অনুযায়ী কেউ পাসপোর্ট করতে গেলে পাসপোর্ট অফিসের দায়িত্বে থাকা কর্মকর্তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে আটকে দেন,তখন দালালদের মাধ্যমে সহজেই পাসপোর্ট পাওয়া যায়।
তাদের বিরোদ্ধে কোন একশন নিতে ০৫/০৯/২০২১ তারিখে হবিগঞ্জ জেলা পাসপোর্ট অফিস ও আশপাশ এলাকা হতে কতিপয় ব্যক্তিদের পাসপোর্ট সরবরাহে অনিয়ম ও এ সংক্রান্ত অবৈধ অর্থগ্রহণের অভিযোগে আটক করা হয়৷ এসময় সংঘবদ্ধ চক্রের চিহ্নিত ০২ জনকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনাপূর্বক ০৬ (ছয়) মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড এবং বাকিদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেন। বাকী অভিযুক্ত ব্যাক্তিগণ কর্তৃক বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে অবৈধভাবে গৃহীত অর্থ ততক্ষণাত ফেরত প্রদান করা হয়।