জেলে বসে যে চিঠি ‘শক্তি’ জুগিয়েছিলো পরীমনিকে
প্রকাশিত : ৫ সেপ্টেম্বর ২০২১
গ্ল্যামার কন্যা পরীমনি বরাবরই তার ভক্তদের সঙ্গে নিজের নানা বিষয় ফেসবুকে শেয়ার করে থাকেন। দীর্ঘ ২৭ দিন পর গত ১ সেপ্টেম্বর সকালে জামিনে কারামুক্ত হয়ে বাসায় ফিরেন তিনি। এ জন্য তার ফেসবুকে কোনো আপডেট ছিল না। রোববার (৫ সেপ্টেম্বর) পরীমনি হাতে লেখা একটি চিঠির ছবি ফেসবুকে পোস্ট করেছেন। যেটি তাকে প্রাণবন্ত থাকা ও শক্তি জুগিয়েছে বলে জানান পরীমনি। তাকে জেলে পাঠানো নানা শামসুল হকের লেখা একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে নায়িকা লিখেছেন- একটা চিঠি, আমার সব শক্তির গল্প এখানেই…।পরীমনির পোস্ট করা নানার হাতে লেখা চিঠি
পরীর পোস্ট করা সেই চিঠিতে দেখা যাচ্ছে, সেখানে তাকে উদ্দেশ্য করে নানা শামসুল হক লিখেছেন- নানু, আমি ভালো আছি, কোনো চিন্তা করবা না। শিগগিরই তোমার সাথে দেখা হবে। চিঠির নিচে সাক্ষরও করে দিয়েছিলেন নানা। জেল থেকে বেরিয়ে পরী জানিয়েছিলেন, কোনো অনুভূতি নেই। অনুভূতি হারিয়ে ফেলেছি। আমার যে রেগুলার লাইফ, সে লাইফ তো ছিল না। পুরোপুরি অন্য একটা জীবন। যে জীবনের কথা অন্য একদিন বলব। এই ২৭ দিনের জার্নি আমাকে অনেক কিছু শিখিয়েছে।
গত ৩১ আগস্ট ৫০ হাজার টাকা মুচলেকা ও তিন বিবেচনায় পরীমনির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে মাদকসহ পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এরপর ৫ আগস্ট র্যাব বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।