সাপাহারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী প্রচারণা ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
প্রকাশিত : ৫ সেপ্টেম্বর ২০২১
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী প্রচারণা ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
রোববার বেলা ১১ টায় উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। নওগাঁ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ লোকমান হোসেনের নের্তৃত্বে মাদক বিরোধী লিফলেট, স্টিকার ও মাদকের প্রভাব সংক্রান্ত ডিসপ্লে স্ট্যান্ড সহ করোনায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসাবে পথচারীদের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাঃ রুহুল আমীন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপজেলার ৬ টি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানাগেছে।