হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-বিস্ফোরক ড্রোন ধ্বংসের দাবি সৌদির
প্রকাশিত : ৫ সেপ্টেম্বর ২০২১
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও তিনটি বিস্ফোরক ভর্তি ড্রোন মাঝ আকাশে ধ্বংসের দাবি করেছে সৌদি আরব। পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং দক্ষিণাঞ্চলীয় নাজরান ও জাযান প্রদেশ লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়। খবর এএফপি’র। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ১৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছে দুই শিশু।
মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি বলেন, ‘ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও তিনটি বিস্ফোরক ভর্তি ড্রোন মাঝ আকাশে ধ্বংস করেছে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই হামলাকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘নির্মম, দায়িত্বজ্ঞানহীন আচরণ’ বলে আখ্যায়িত করেন তিনি।
বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করা সৌদি নেতৃত্বাধীন জোট রাষ্ট্রীয় টেলিভিশনে বেসামরিক নাগরিকদের রক্ষায় ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার ঘোষণা দিয়েছে। হুথিরা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে সৌদিতে এ ধরনের হামলা চালানোর অভিযোগ রয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের।