ঝিনাইদহে ফুসফুস রোগাক্রান্ত মেয়েকে বাঁচাতে অসহায় পিতার সাহায্যের আবেদন
প্রকাশিত : ৪ সেপ্টেম্বর ২০২১
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে ফুসফুস রোগাক্রান্ত মেয়েকে বাঁচাতে অসহায় পিতা গোলাম রব্বানী সাহায্যের আবেদন করলেন। গোলাম রব্বানী ঝিনাইদহ সদর উপজেলার গয়েশপুর গ্রামের ইশারত আলীর ছেলে। তিনি বলেন আমার মেয়ে মোছাঃ শাহনাজ পারভীন (বয়স ৩৭), সে Lung disease (DPLD) ফুসফুস রোগে আক্রান্ত।
ডাক্তার তাকে ঢাকা বক্ষ্যব্যধি হাসপাতালে রেফার্ড করেন ও কৃত্রিম ফুসফুস সংযোজনের জন্য পরামর্শ দিয়েছেন। প্রতিনিয়ত তাকে ডাক্তারের তত্বাবধানে রেখে চিকিৎসা করাতে হয়। আমি একজন হত দরিদ্র কৃষক। প্রায় ৭ বছর যাবত আমার মেয়ে শাহনাজ পারভীনকে চিকিৎসা করতে গিয়ে আমার স্থাবর ও অস্থাবর সমস্ত সম্পতি বিক্রয় করে এখন অসহায় অবস্থায় দিনযাপন করছি।
তাছাড়াও আমার পরিবারে এক ছেলে ও এক মেয়ে আছে। আমার নাতী-নাতনীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে আমার মেয়েকে বাঁচাতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিকিৎসার ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। গোলাম রব্বানী, মোবাইলঃ ০১৯৩৭-৭২৯৩৪৭, ০১৯৩৪-৫০১৩৩৫।