সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসা উপমা ফারিসা’র মতবিনিময় সভা
প্রকাশিত : ৩ সেপ্টেম্বর ২০২১
মাসুদুর রহমান: জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় নবযোগদানকৃত নির্বাহী অফিসার উপমা ফারিসা’র উদ্যোগে সরিষাবাড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা,গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহবুবুর রহমান এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন পাঠান। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোফাজ্জল হোসেন, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক,সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ বাহাদুর আলী, ইউপি চেয়ারম্যান শামস উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম,তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর আস্থাভাজন ব্যক্তি ও কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলাইমান হোসেন হরেক,উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।