ক্রিকেটবিশ্বে এখন ‘ত্রাস’ টাইগাররা: ভারতীয় গণমাধ্যম
প্রকাশিত : ২ সেপ্টেম্বর ২০২১
পাক পত্রিকা ‘ডন’ মনে করিয়ে দিয়েছেন ১১তম প্রচেষ্টায় নিউজিল্যান্ডের সাথে টি-টুয়েন্টি ফরম্যাটে জিতেছে বাংলাদেশ। দেশীয় সংবাদমাধ্যমের পাশাপাশি খরা কাটার এ ম্যাচের আঁচ ভারতীয় গণমাধ্যমে দুর্দান্তভাবেই পড়েছে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের মাত্র ৬০ রানে অলআউট করে ৭ উইকেটের বড় জয় পেয়েছেন স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের এ ধারাবাহিকতায় বিস্মিত গোটা ক্রিকেটবিশ্ব।
ভারতের জনপ্রিয় বাংলা পত্রিকা সংবাদ প্রতিদিন বলছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য এ যেন সোনালি সময়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে দুর্দান্ত ফর্মে মাহমুদুল্লাহ, শাকিব আল হাসানরা। দিন কয়েক আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দুর্দান্ত পারফরম্যান্স বাংলার টাইগারদের। টি-২০ সিরিজের প্রথম ম্যাচে কিউয়িদের হেলায় হারিয়ে দিল বাংলাদেশ।” যদিও তারা এ দশার জন্য কিউদের ‘বি’ ক্যাটাগরির দলকে দায়ী করেছেন।
ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, টি ২০ আন্তর্জাতিকে বাংলাদেশের দাপট! অস্ট্রেলিয়ার চেয়েও কম রানে থামাল নিউজিল্যান্ডকে। খবরের শিরোনাম শেষ করেই প্রতিবেদকের প্রশংসনীয় শব্দগুলো ব্যয় করতে থাকে টাইগারদের জন্য। সংবাদমাধ্যমটি লিখেন, বাংলাদেশ সফরে এসে চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল অস্ট্রেলিয়া। শেষ টি ২০ আন্তর্জাতিকে গুটিয়ে গিয়েছিল ৬০ রানে। তার ঠিক পরের ম্যাচে আজ ঢাকার মীরপুরে নিউজিল্যান্ডকে তার চেয়েও কম রানে শেষ করল বেঙ্গল টাইগাররা। বাংলাদেশের মাটিতেই ফের টি ২০ আন্তর্জাতিকে নিজেদের সর্বনিম্ন রানেই গুটিয়ে গেল টম লাথামের নেতৃত্বাধীন দল।
বাংলাদেশ ক্রিকেটের বিস্ময়কর এ সাফল্যে ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন বাংলা তাদের জিজিটাল ভার্সনে লিখেছেন- “মাত্র ৬০ রানে নিউ জিল্যান্ডকে শেষ করে দিল বাংলাদেশ, ক্রিকেটবিশ্বে এখন ‘ত্রাস’ টাইগাররা”। বোলারদের প্রসংশায় ভাসিয়ে সংবাদমাধ্যটি লিখে, “ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে টি-২০ ম্যাচে অসাধারণ পারফর্ম করলেন বাংলাদেশের বোলাররা।”
পিছিয়ে থাকেনি আনন্দবাজারও। বাংলাদেশের জয়ের পর শিরোনাম করেছে অস্ট্রেলিয়ার পর এবার চূর্ণ নিউজিল্যান্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বপ্নের ছন্দে বাংলাদেশ। তাদের দৃষ্টিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বপ্নের ছন্দে রয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতার পর এবার নিউজিল্যান্ডকেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অনায়াসে হারিয়ে দিল তারা।