গলাচিপায় বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশিত : ১ সেপ্টেম্বর ২০২১
সজ্ঞিব দাস, গলাচিপা, (পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালী গলাচিপা উপজেলায় ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্য আলোচনা সভা ও মিলাদের আয়োজন করেছে উপজেলা বিএনপি।পহেলা সেপ্টেম্বর সকাল দশটায় উপজেলা বিএনপি কার্যালয়ে শিল্পপতি মোঃ গোলাম মস্তোফা এর সভাপতিত্বে আলোচনা ও মিলাদের আয়োজন করা হয়েছে।
এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহান খান।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহরাব মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃসিদ্দকুর রহমান, এ্যাড.মিজানুর রহমান মজনু,,মোঃজাহাঙ্গীর হোসেন খান,মোঃরফিকুল ইসলাম,মোঃশাহিন খন্দকার সহ যুবদল,ছাত্রদল শ্রমিকদল ও অন্যান্য সংগঠনে উপজেলা পৌর এবং ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।