কালীগঞ্জে বাল্যবিয়ে: মেয়েকে লুকিয়ে রেখে সহযোগিতায় আরো ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ১৫ মার্চ ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ কালীগঞ্জে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে মেয়ের বাবাকে ৫০ হাজার টাকা ও মেয়েকে লুকিয়ে রাখার সহযোগিতা করায় ২০ হাজার টাকা জরিমান করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্টেট ভুপালী সরকারের পরিচালনায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ভুপালী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি খবর পান উপজেলার ত্রিলোচন ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে একটি বাল্যবিয়ে হচ্ছে।

তিনি শুক্রবার দুপুর ২ টার দিকে ওই গ্রামে পৌছে দেখেন বিয়ের আয়োজন চলছে। এরপর কনের শিক্ষা সনদ অনুযায়ী বয়স না হওয়ায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে মেয়ে নার্গিসের বাবা আবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড ও একই গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল রহিম মেয়েকে লুকিয়ে রেখে সহযোগিতা করায় তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড ঘোষনা করা হয়। এ সময় কনে ও সহযোগি উভয় পক্ষকে বুঝিয়ে বাল্য বিয়ে না দেয়ার অঙ্গিকার করানো হয়। বর পক্ষ প্রশাসনের উপস্থিতিটের পেয়ে পালিয়ে যায়।

তিনি আরো জানান,কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নে বাল্য বিবাহের অভিযোগ এনে লাভলু নামের এক ব্যক্তি প্রশাসন কে ফোন করে। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিষ্টেট ও পুলিশ গিয়ে মেয়ের বয়স ঠিক থাকায় মিথ্যা তথ্য প্রদানকারি বারবাজার ইউনিয়নের মাসলিয়া গ্রামের দাউদ হোসেনের ছেলে লাভলুকে জনসম্মুখে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আপনার মতামত লিখুন :