বঙ্গোপসাগরে একের পর এক ধরা পড়ছে বিরল প্রজাতির মাছ
প্রকাশিত : ৩০ আগস্ট ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,২৯আগস্ট।। বঙ্গোপসাগরে জেলেদের জালে একের পর এক ধরা পড়ছে বিরল প্রজাতির মাছ। এ জাতীয় মাছ এর আগে কখনো ধরা পড়েনি। আর এ মাছের নামও তাদের জানা নেই। আইস বিহীন, দেখতে কলো রংয়ের এবং লম্বা ঠোঁট অকৃতির। শনিবার বিকালের দিকে এ বিরল প্রজাতির মাছগুলো মৎস্য বন্দর মহিপুর আড়ৎ ঘাটে নিয়ে আসে জেলেরা। মৎস্য কর্মকর্তা বলছেন এগুলো বøাক মার্লিন ফিস। সাধারনত বাংলাদেশের সাগর কিংবা নদীতে বিচরন করেনা।
এ মাছ প্রশান্ত মহাসাগার ও ভারত মহাসাগরে কম সংখ্যক দেখা যায়। স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গভীর সমুদ্রে জেলে আনিস মাঝির জালে ৪ টি বিরল প্রজাতির মাছ ধরা পড়ে। এরমধ্যে একটির ওজন প্রায় ৪ মন। অপর তিনটি ছোট আকারের। মাছগুলো নাম প্রথমে কেউ বলতে পারেনি। মৎস্য বন্দর মহিপুর বাজারে বড় মাছটি ২৬ হাজার ৫০০ টাকা বিক্রি করা হয়েছে। এছাড়া ছোট আকারের তিনটি ২৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই জেলের জালে অন্তত ১৫ টি পাখি মাছ ধরা পরেছে। এগুলোও স্থানীয় বাজারে বিক্রি করা হয়েছে।
জেলে মো.আনিস মাঝি বলেন, প্রায় ১০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এ মাছটির ওজন বেশি হওয়ায় জাল থেকে তুলতে তাদের বেশ কষ্ট হয়েছে। পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো.এমদাদুল্লাহ বলেন, এ মাছগুলো বিদেশে অনেক চাহিদা রয়েছে।