গভীর সমুদ্রে আবারো জেলেদের জালে বিরল প্রজাতির মাছ

প্রকাশিত : ২৮ আগস্ট ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রওতিনিধি।। গভীর সমুদ্রে জেলেদের জালে আবারো ধরা পড়েছে ৮ মন ওজনের বিরল প্রজাতির ৭ টি পাখি মাছ। বৃস্পতিবার রাতে কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে কালাম উল্লাহ নামের এক মাঝির জালে ৫ টি ও সোবাহান নামের অপর এক মাঝির জালে ২ টি মাছ ধরা পরে। ৭ টি মাছের মধ্যে ৩ টির ওজন ৬০ কেজি করে, ১ টি ওজন ৪৫ কেজি ও অপর ৩ টির ৩১ কেজি করে। মাছগুলো শুক্রবার দুপুরে মৎস্য বন্দর মহিপুরের এমকে ফিস নামের গদিতে বিক্রি করতে নিয়ে আসা হয়।

স্থানীয় ও জেলেরা জানায়, দ্রæতগামী এ পাখি মাছ এর আগে কখনো তাদের জালে ধরা পরেনি। মাছের ওজন বেশি হওয়া ঘাটে নিয়ে আসতে তাদের বেশ কষ্টসাধ্য হয়েছে। মাছগুলো এক নজর দেখতে ভীড় জমায় স্থানীয়রা। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছগুলো খেতে বেশ সুস্বাদু হওয়ার দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে। এর ইংলিশ নাম সেইল ফিস। গতকাল নুরুন্নবী মাঝি নামের এক জেলে ৬০ ও ৫৫ কেজি ওজনের ৮ টি মাছ মহিপুরে নিয়ে আসে।

আপনার মতামত লিখুন :