১৫ আগস্ট নিহত সকল শহিদদের স্মরণে শার্শার নাভারণে দোয়া
প্রকাশিত : ২৭ আগস্ট ২০২১
মো. রাসেল ইসলাম:যশোরের শার্শায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ আগষ্ট সকল শহিদদের স্মরনে স্মরন সভা অনুুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকালে নাভারন বাজারে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ স্মরন সভা অনুুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবার রহমানের পরিচালনায় এ স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। স্মরন সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বেনাপোল পৌর আওয়ামীলীগের আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ আযম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ সারোয়ার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির উদ্দিন তোতা, পুটখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল গফফার সর্দার, নিজামপুর ইউনিয়ন আওয়ামী নেতা আলিম রেজা বাপ্পি, নাভারন আওয়ামী নেতা মিজানুর রহমান,শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আকুল হোসাইন,যুগ্ম সাধারন সম্পাদক সাইফুজ্জামন সজল, আরিফ হোসেন প্রমুখ।
স্মরণ সভায় মোনাজাত শেষে মানুষের মাঝে খাবার বিতরণ করেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।