কুলাউড়ার বরমচালে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৫ মার্চ ২০২০
কুলাউড়ার হাজিপুর ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি এড. এএনএম আবেদ রাজা বলেছেন, অপচয়, চাঁদাবাজী মুজিববর্ষের সরকারি উদ্যোগকে ম্লান করছে এবং মুজিব সৈনিকদের চরিত্র কলংকিত করছে যা জাতির জন্য দুর্ভাগ্যজনক। তিনি বলেন, আইনের শাসনের সূচক নীচে নেমে যাওয়ায় প্রমানিত হচ্ছে দেশের বিচার-আচার সরকারি প্রভাবে চলছে। গণআন্দোলনে খালেদা জিয়াকে মুক্ত করে স্বৈরাচারের পতন ঘটাতে হবে।
গতকাল ১৪ মার্চ, শনিবার সন্ধ্যায় কুলাউড়ার বরমচাল ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় ফুলরতল বাজারে অনুষ্ঠিত কর্মীসভা ও মরহুম নেতাকর্মীর স্মরণে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আনার উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুক্তার আহমদ মুক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ প্রিন্স।
বক্তব্য রাখেন উপজেলা দপ্তর সম্পাদক আঃ মুহিত সবুজ, শ্রম সম্পাদক সিরাজউদ্দিন বলু, সহ-দপ্তর কামরুল ইসলাম পাখী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার আলম বেলাল, বিএনপির সাবেক ইউনিয়ন আহ্বায়ক ছয়েফুজ্জামান চৌধুরী সফু, ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি তারেক আহমেদ মধু, সাংগঠনিক সম্পাদক আঃ হাকিম, কামাল হোসেন, ডা. আতিকুল হোসেন দুদু, রোজিনা বেগম, আঃ আহাদ সুজন, সাব্বির আহমদ, ফখরুল আমিন, শাহিন আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত উপজেলা যুব দল আহ্বায়ক জুবের আহমদ খান, যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির যুব সম্পাদক কাউন্সিলর মঞ্জুরুল আলম খোকন সহ যুবদল নেতৃবৃন্দ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু করেন উপজেলা বিএনপির ধর্ম সম্পাদক ছয়ফুল আহমদ। দোয়া পরিচালনা করেন বরমচাল জামে মসজিদের খতিব মাওলানা আমিরুল ইসলাম।