এডওর্য়াড টডে কনেডেি বাংলাদশেরে একজন প্রকৃত বন্ধু ছলিনে
প্রকাশিত : ২৬ আগস্ট ২০২১
যুক্তরাষ্ট্ররে সনিটের এডওর্য়াড টডে কনেডেরি ১২তম মৃত্যুর্বাষকিী উপলক্ষে বাংলাদশে জাতীয় গণতান্ত্রকি লীগরে উদ্যোগে ২৫ আগস্ট বুধবার সকালে বাংলাদশে শশিু কল্যাণ পরষিদ কনফারন্সে হলে আয়োজতি আলোচনা সভায় প্রধান আলোচক হসিবেে বক্তব্য রাখনে বঙ্গবন্ধু গবষেণা পরষিদরে কন্দ্রেীয় সভাপতি লায়ন মোঃ গনি ময়িা বাবুল। তনিি বলনে, এডওর্য়াড টডে কনেডেি বাংলাদশেরে একজন প্রকৃত বন্ধু ছলিনে।
১৯৭১ এ মহান মুক্তযিুদ্ধে বশ্বি জনমত তরৈীতে তার অসামান্য অবদান রয়ছে। মুক্তযিুদ্ধ চলাকালীন সনিটের কনেডেি ভারতে গয়িে বাংলাদশেীদরে শরর্নাথী শবিরি সফর করনে, পরর্বতীতে বাঙালদিরে দুঃখ র্দুদশার কথা সংবাদ সম্মলেন করে তনিি বশ্বিবাসীকে জানান। যুদ্ধরে পর ১৯৭২ এ তনিি বাংলাদশে সফরে এসছেলিনে। তনিি ছলিনে একজন মানবতাবাদী মানুষ। তনিি আজীবন নপিড়িতি, নষ্পিষেতি ও নর্যিাততি মানুষরে অধকিার প্রতষ্ঠিার জন্যে কাজ করছেনে।
বাংলাদশে জাতীয় গণতান্ত্রকি লীগরে সভাপতি এম এ জললি এর সভাপতত্বিে অনুষ্ঠানে প্রধান অতথিি হসিবেে বক্তব্য রাখনে, সাবকে রাষ্ট্রদূত অধ্যাপক ড. নমি চন্দ্র ভৌমকি। বশিষে অতথিি হসিবেে বক্তব্য রাখনে, কলামস্টি ও সাহত্যিকি কবি নাহদি রোখসসানা, ন্যাপ ভাসানীর চয়োরম্যান এম.এ ভাসানী, কাজী আরফে ফাউন্ডশেনরে সভাপতি কাজী মাসুদ আহমদে, ডইেলি বাংলা স্কাই সম্পাদক আমনিুর রহমান সগীর, বরশিাল বভিাগ সমতিরি যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তফা কামাল, সদস্য নকবি হক, বাংলাদশে জাসদরে নতো হুমায়ুন কবরি, নারী নত্রেী এলজিা রহমান, বাংলাদশে জাতীয় গণতান্ত্রকি লীগরে সহ সভাপতি ফাতমো খাতুন, সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস ও দপ্তর সম্পাদক কামাল হোসনে প্রমুখ।
প্রধান অতথিরি বক্তব্যে অধ্যাপক নমি চন্দ্র ভৌমকি বলনে, মানবতার পক্ষে জাত, র্ধম, র্বণ, গোত্ররে র্উধ্বে উঠে তনিি বাংলাদশেরে স্বাধীনতা ও মুক্তযিুদ্ধরে পক্ষে কাজ করছেলিনে এবং এই ্আমরেকিার সরকাররে বরিুদ্ধে আমরেকিান জনগণকে উদ্বুদ্ধ করে বাংলাদশেরে স্বাধীনতার পক্ষে কাজ করছেলিনে। সইে কারণইে আজকে আমরা কনেডেকিে স্মরণ করছ। আগামীদনিে কনেডেি যভোবে মানবতার পক্ষ, গণতন্ত্ররে পক্ষ, সাধারণ মানুষরে পক্ষে কাজ করছেলিনে সইে কারণে তাকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছ।