বাউফলে আ’লীগের উদ্যোগে করোনা ভাইরাসের লিফলেট বিতরণ
প্রকাশিত : ১৫ মার্চ ২০২০
হারুন অর রশিদ, বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: বাউফলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে সাধারন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।আজ রোববার বেলা ১১ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ দলীয় কার্যালয় জনতা ভবন থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন।
আ স ম ফিরোজ বাউফল পৌর শহরের ব্যাবসায়ি এবং গাড়ির ড্রাইভারসহ পথচারিদের মধ্যে ঘন্টাব্যপি এই লিফলেট বিতরণ করেন। এসময় তার সাথে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।