পরিচ্ছন্ন পর্যটন নগরী গড়তে বান্দরবানে মাঠে কাজ করছে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর
প্রকাশিত : ১৫ মার্চ ২০২০
রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: “মুজিব বর্ষের আহব্বান পরিচ্ছন্ন বান্দরবান ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পর্যটন নগরী বান্দরবানে পরিছন্নতা অভিযান শুরু হয়েছে। ১৫ মার্চ রবিবার সকালে মুজিব বর্ষ উদযাপন কমিটির আয়োজনে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলার বিভিন্ন জায়গায় একযোগে পরিছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর নেতৃত্বে পরিছন্নতা অভিযানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ রেজা সরোয়ার , পৌর মেয়র ইসলাম বেবী সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং জানান পর্যটন নগরী বান্দরবানকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্রশাসনের পক্ষ বান্দরবানকে সুসজ্জিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।