ঝিনাইদহে অঙ্কুর নাট্য একাডেমীর পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত : ২২ আগস্ট ২০২১

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে করোনর সংক্রমন প্রতিরোধে অঙ্কুর নাট্য একাডেমীর পক্ষ থেকে অসহায়, দুস্থ ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে শহরের প্রান্তিক সাংস্কৃতিক পল্লী ও শিশু পার্কের মঞ্চে এ উপকরণ বিতরণ করা হয়। অঙ্কুর নাট্য একাডেমীর সভাপতি মোসলেম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির আজীবন সদস্য, এসএ টিভি ও বণিক বার্তার জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ জয়নাল আবেদিন, অঙ্কুর নাট্য একাডেমীর সহ-সভাপতি ইসাহাক আলী, যুগ্ম-সম্পাদক জামাল হোসেন, প্রভাষক সাইফুল ইসলাম, সময় টিভির জেলা প্রতিনিধি লোটাস রহমান সোহাগ। অনুষ্ঠান পরিচালনা করেন অঙ্কুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। আলোচনা সভা শেষে অঙ্কুর নাট্য একাডেমীর পক্ষ থেকে করোনা কালীন সময়ে নিম্ন আয়ের মানুষ ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

আপনার মতামত লিখুন :