বাগেরহাটে মোরেলগঞ্জে ২৩ পুকুরে মাছের পোনা অবমুক্ত
প্রকাশিত : ২১ আগস্ট ২০২১
শেখ সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোরেলগঞ্জে ২০২০-২০২১ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২৩ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার দুপুরে এ কাপ জাতীয় বিভিন্ন প্রজাতের মাছের পোনা অবমুক্তকরণের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনিয়া আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ মৎস্য অফিসার বিনয় কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা মোজাম্মেল হক মোজাম, আওয়ামীলীগ নেতা সদর ইউনিয়নের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী মো. হুমায়ুন কবির মোল্লাসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি এ সময় উপজেলা প্রশাসনিক চত্তরের পুকুর, সহকারি পুলিশ সুপার সার্কেল এর কার্যালয় পুকুর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ২৩টি পুকুরে ৫৬২ কেজি রুই কাতলসহ বিভিন্ন প্রজাতের মাছের পোনা অবমুক্ত করেন।