গ্রেনেড হামলায় নিহতের স্মরণে দশমিনায় আ’লীগের নানা কর্মসূচি
প্রকাশিত : ২১ আগস্ট ২০২১
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় আলীপুরা ইউনিয়নের পশ্চিম আলীপুরা গ্রামের মতলেব মৃধার ছেলে নিহত মামুন মৃধার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টায় উপজেলার পশ্চিম আলীপুরা নিহত মামুন মৃধার বাড়ির সামনের সড়কে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।
সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালামের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, পটুয়াখালী-৩ সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু এমপি প্রমূখ।
সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মিলাদ, মাহফিল, দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় জেলা, উপজেলা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।