আলোচিত সেই বিশ্বের সবচেয়ে ছোট গরু ‘রানী’ মারা গেছে
প্রকাশিত : ১৯ আগস্ট ২০২১
পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসাবে গিনেসবুকে আবেদন করা আশুলিয়ার ‘শিকড় এগ্রো ইন্ডাস্ট্রির গরু ‘রানী’ মারা গেছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে বক্সার ভুট্টি জাতের খর্বাকৃতির এই গরুটির মৃত্যু হয়। বিকেলে সাভার প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আব্দুল মোতালিব বিষয়টি নিশ্চিত করেছেন।
দুই বছর বয়সী গরুটির মাত্র ২০ ইঞ্চি উচ্চতার গরুটির ওজন ছিলো ২৬ কেজি। পেটে অতিরিক্ত গ্যাসের কারণে গরুটির মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, ভারতের কেরালায় মানিক্যাম নামের গরুটি সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি পায়। এর উচ্চতা ২৪ ইঞ্চি ও ওজন ৪০ কেজি। আর রানির উচ্চতা ২০ ইঞ্চি ও ওজন ২৬ কেজি।
শান্ত প্রকৃতি ও সাদা রঙের হওয়ায় গরুটির নাম রাখা হয়েছিল ‘রানি’। এই রানিকে দেখতে প্রতিদিনই খামারে ভিড় করতো উৎসুক মানুষ। খামারে আরও ১১টি ভুটানের বক্সার ভুট্টি জাতের গরু রয়েছে। এর মধ্যে দুই বছর বয়সী রানি ছিল সবচেয়ে ছোট। খাওয়াদাওয়াসহ এর পরিচর্যায় ছিল আলাদা যত্ন। ফার্মের সবচেয়ে আকর্ষণীয় গরুটি যত্নে বেড়ে উঠছিল।