মহানগর যুবদল নেতা বিপ্লবের মৃত্যুতে বিএনপি নেতাদের শ্রদ্ধাজ্ঞাপন
প্রকাশিত : ১৯ আগস্ট ২০২১
নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মিশপাড়া নিবাসী, জাহিদ হাসান বিপ্লবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সেই সাথে প্রয়াত এই নেতাকে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন সংগঠটির নেতৃবৃন্দ। বুধবার (১৮ আগস্ট) বাদ মাগরিব মিশনপাড়া জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে দলের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, এ্যাড. রফিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আনু, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, মহানগর যুবদল নেতা ফয়েজ উল্লাহ সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান পাবেল, আবু আল বেলাল খান, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, প্রচার সম্পাদক দুলাল হোসেন, যুগ্ম-সম্পাদক পাপ্পু সহ অন্যান্য নেতৃবৃন্দ।