বাগেরহাটে বাস-ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৫
প্রকাশিত : ১৪ মার্চ ২০২০
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা এলাকায় যাত্রীবাহী রাজিব পরিবহনটি খুলনা থেকে বরিশাল যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে লাফিজা খাতুন নামে ৫ বছরের এক শিশুর নাম জানা গেছে। সে মাদারীপুর এলাকার লিয়াকত আলীর মেয়ে।
ফকিরহাট থানার ওসি আনম খায়রুন আনাম ঘটনাস্থল থেকে জানান, বিকালের দিকে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রাজিব পরিবহন মূলঘরের কাকডাঙ্গা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়ে বাসে থাকা এক নারী ও শিশুসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। অপর দু’জনকে হাসপাতালে নেয়া হলে মারা যান। আহত হন ওই পরিবহনের আরও ১৫ যাত্রী। তাদের ফকিরহাট হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নিহত অন্যদের নাম-পরিচয় এই মুহূর্তে জানা যায়নি। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের একটি ইউনিট পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। দুর্ঘটনার পরপরই খুলনা–মাওয়া মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শেষ করার প্রায় ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।