‘করোনাতে আতঙ্ক নয়, সতর্ক হোন’ শ্লোগান নিয়ে গলাচিপা সচেতনতামূলক লিফলেট বিতরণ

প্রকাশিত : ১৪ মার্চ ২০২০

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ‘করোনাতে আতঙ্ক নয়, সতর্ক হোন’ এই শ্লোগান নিয়ে গলাচিপায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে শনিবার গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী দের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এসময় শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপাজেলা স্বাস্থ্য কম্পেøক্স কর্মকর্তা ডাক্তার মো. মনিরুল ইসলাম, গলাচিপা থানা অফিসার ইনর্চার্জ (ওসি) আখতার মোর্শেদ, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোটার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহম্মেদ মাসুদ, কেন্দ্রিয় কালীবাড়ি কমিটির সভাপতি ও বিশিষ্ট্য ব্যবসায়ী দিলিপ বনিক। করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক বক্তৃতা করেন শুভসংঘ গলাচিপা শাখার উপদেষ্টা ডাক্তার ফারজানা রশিদ শাম্মি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার উপদেষ্টা আবু বাকার শিবলী, মো. সাইদুর রহমান, উপজেলা শাখার সভাপতি সবুজ কুমার পাল, সহসভাপতি রাকিবুল হাসান রুসেল, শিব শংকর হাওলাদার, যুগ্ম সম্পাদক সাবিনা ইয়াসমিন, প্রচার ও প্রকাশনা তাজুল ইসলাম, মো. রাসেল মিয়া, তাহসিন ইসলাম, মরিয়ম ইমা, লিজামনি, কলেজ শাখার সাধারণ সম্পাদক ঋতু পাল, সাংগঠনিক আমিনুল ইসলাম, সদস্য শাওন মিয়া, তৌফিক হাসান, শাওন মাহমুদ, রাতুল মিয়া, সুমাইয়া, ঢাকা ডিউজের সদস্য সাংবাদিক মনির হোসেন, সাংবাদিক সঞ্জিব দাস, প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :