গলাচিপায় মোটর সাইকেল শ্রমিক লীগের অফিস উদ্বোধন
প্রকাশিত : ১৭ আগস্ট ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় মোটর সাইকেল শ্রমিক লীগের নিজস্ব কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) গোলখালী ইউনিয়নের হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মোটর সাইকেল শ্রমিক লীগের নিজস্ব কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগ নেতা ও গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. খালেক মিয়া, সাধারণ সম্পাদক আ. হালিম হাওলাদার, ইউনিয়ন যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেন হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর আলম জিকু, ইউনিয়ন যুবলীগ নেতা ও সাংবাদিক মো. নাসির উদ্দিন হাওলাদার, ঢাকা উত্তর ছাত্রলীগ নেতা মো. আব্দুল্লাহ আল নোমান, গোলখালী ইউনিয়ন মটর সাইকেল শ্রমিক লীগের সভাপতি মো. ফারুক খান, সাধারণ সম্পাদক আমির হাওলাদার প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিম দফাদার। সভা পরিচালনা করেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন হোসেন।