কলাপাড়ায় যুবক কে কুপিয়ে তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন
প্রকাশিত : ১৫ আগস্ট ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব শত্রæতার জের ধরে দুই যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা । রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার টিয়াখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে । আহত মো. রাকিব (১৯) ও মো. ইয়াকুব (২৪) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে মো. ইয়াকুব’র বাম হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্ররন করা হয়েছে। আহত দু’জনের বাড়ী উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে।
আহত ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রাকিব এবং ইয়াকুব মোটর সাইকেল যোগে কলাপাড়া পৌরশহর থেকে বাড়ী ফিরছিল। পথিমধ্যে টিয়াখালী বাজার এলাকায় পূর্বপরিকল্পনা অনুযায়ী ওৎ পেতে থাকা ৭/৮ জনের একদল সন্ত্রাসীরা তাদের মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় এলোপাথাড়ি কুপিয়ে তাদের জখম করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো.মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে। তবে পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।